উপকরণ
• তালের ঘন গোলা - ১ কাপ
• চালের গুঁড়া - ২ কাপ
• চিনি- ১ কাপ
• নারকেল কোরানো- ১ কাপ
• লবণ-ইচ্ছা
• তেল- ভাজার জন্য
যেভাবে বানাবেন
একটি পাত্রে তাল, চালের গুঁড়া, কোরানো নারকেল ও চিনি ভালো করে মেখে নিন। খুব ঘন মনে হলে, সামান্য গরম পানি দিন।
এবার ননস্টিক পাত্রে তেল গরম করে ডুবো তেলে মুচমুচে, বাদামি করে ভেজে তুলুন দারুণ মজার তালের বড়া।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৯
এসআইএস