বাজারে অনেক ব্র্যান্ডের সানস্ক্রিন ক্রিম পাওয়া যায়। তবে কারো কারো বাজারের সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ৠাশ দেখা দেয়।
যদি আপনারও সানস্ক্রিন ক্রিম ব্যবহারে ত্বকে সমস্যা হয়, তবে ত্বকে মাখুন চন্দনবাটা। কারণ, বান্দরবান বেড়াতে গেলে নিশ্চয় লক্ষ্য করেছেন, ওখানকার মেয়েদের ত্বক কেমন সুন্দর। এটাও কি দেখেছেন ওদের ত্বকে কি যেন লাগানো থাকে? হুম, এটাই রহস্য তারা নিয়মিত চন্দনের প্রলেপ দিয়ে রোদে বের হয়। পোড়া ত্বককে শীতল রাখে, দাগও সারিয়ে তোলে চন্দনবাটা। আপনার ব্যবহারের ক্রিমে খানিকটা চন্দনবাটা মিশিয়ে রাখুন, তাতেও কাজ হবে।
তবে সূর্যের সকালের রোদ কিন্তু ত্বক ও হাড়ের জন্য উপকারি ভিটামিন ডি পাওয়া যায়।
সন্ধ্যার পরিবর্তে পারলে সকালের রোদে হাঁটুন।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এসআইএস