ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

পোশাক যখন হালকা রঙের, সাজটা হোক…

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
পোশাক যখন হালকা রঙের, সাজটা হোক… পোশাক যখন হালকা রঙের

মাঝে মাঝে হালকা রঙের পোশাক পরতে ভালো লাগে। যেমন সাদা, অফহোয়াইট ও ধূসর।

হালকা রঙের শাড়ি, সালোয়ার-কামিজ বা স্কার্ট-টি শার্ট যাই পরুন সাজটা হতে হবে একটু বুঝে শুনে। সঙ্গে ঠিকঠাক অ্যাকসেসরিজ় তবেই লুকটা হবে মনের মতো।

  


একরঙা পোশাকের সঙ্গে পরুন রঙিন কানের দুল, হালকা কালারের জুতার সঙ্গে বেশ মানিয়ে যাবে।  শাড়ির সঙ্গে বেছে নিন কাঁধ পর্যন্ত ঝোলানো রুপার দুল। হাতে পরতে পারেন রুপা বা কাচের চুড়ি।  সাজের সময় ঠোঁটে মিষ্টি গোলাপি রং বেছে নিন। ব্লাশ অন, আইশ্যাডোতেও রাখুন গোলাপির ছোঁয়া।  

চোখে একবার মাসকারা বুলিয়ে নিন। দেখুন হালকা রঙেও কেমন স্নিগ্ধ লাগছে।  


বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এসআইএস

 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।