মুখের যে পাশে বেশি ফোনের সংস্পর্শে আসে, সেদিকে ব্রণও বেশি হয়। কারণ হাতের ফোনটিও নোংরা থাকে।
• ফোন পরিষ্কার করার সময় তা সুইচ অফ করে দেবেন
• চার্জার খুলে নিতে হবে
• চার্জার আর ইয়ারফোনও আলাদা করে পরিষ্কার করে নিন
• স্ক্রিন ও ব্যাক কভার খুলে ফোন পরিষ্কার করুন
• নরম কাপড়ে সামান্য পরিমাণে ক্লিনজার নিয়ে ফোন পরিষ্কার করুন
• ফোন পুরোপুরি না শুকনো পর্যন্ত ফোন অন করবেন না
• ওয়াশরুমে ফোন ব্যবহার করবেন না।
ফোন ব্যবহার করে সেই হাত মুখে দেবেন না। ফোনের জীবাণু থেকে সংক্রমণ হতে পারে।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
এসআইএস