ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সামনেই বিয়ের মৌসুম, এবার দেখাদেখি শুরু 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
সামনেই বিয়ের মৌসুম, এবার দেখাদেখি শুরু  প্রথম দেখা

শীতের সময়টা বিয়ের মৌসুম, দেখাদেখি পর্ব এরই মধ্যে শুরু হয়েছে নিশ্চয়। প্রথম দেখা করতে যাওয়ার সময় নারীরা বিশেষ এই দিনটি নিয়ে অনেক ভেবেচিন্তে সাজ-পোশাক করেন। স্বপ্নের এই দিনটিতে পুরুষ কীভাবে যাবেন, কি করবেন এটা বরং জেনে নিন, কাজে দেবে:   

•    এরইমধ্যে আপনি নিশ্চয় বেশ কিছু পোশাক নিয়ে চিন্তা করে ফেলেছেন? নিজেকে স্মার্ট প্রেজেন্টেবল করতে কোনো ছাড় দেওয়া যাবে না। কারণ আজকাল নারীরাও অনেক সচেতন, আপনার রুচি, ব্যক্তিত্বের প্রকাশের জন্য কিন্তু সাজ পোশাক বড় ভূমিকা রাখে

•    নিজের বিষয়ে আপনি কতটা সচেতন তা টেবিলের অপর প্রান্তে বসে থাকা তরুণীটি বুঝে যাবে মাত্র এক পলকেই 

•    জুতা, জুতা! এটা একটা সামান্য জিনিস, পায়ে থাকে, জুতা নিয়ে সচেতন হতে হবে কেন, এটা ভাবছেন? মনে রাখুন মেয়েরা প্রথম নোটিশ করে ছেলেদের জুতার দিকেই
•    আপনি অবশ্যই কালি ঠিক আছে এমন জুতা পরবেন এবং পোশাকের সঙ্গে মানিয়ে।

যেমন আপনি যদি ফরমাল শার্ট পরেন তবে ফরমাল জুতা পরুন। পাঞ্জাবি পরলে নাগরা বা কলাপুরি। আর জিন্স-টিশার্টের সঙ্গে স্যান্ডেল বা স্নিকার


•    পারফিউম ব্যবহারেও যত্নবান হতে হবে। ভালো কোনো ব্র্যান্ডের পারফিউম ব্যবহার করুন। তবে পরিমিত মাত্রায় 

•    প্রথম দেখায় প্রতিটি পদক্ষেপই নিতে হবে সচেতনভাবে। আপনি কীভাবে হাঁটছেন, বসছেন বা খাচ্ছেন এসব ছোট ছোট বিষয়েও লক্ষ্য রাখুন

•    কথা বলার সময় যেন আপনি যে আত্মবিশ্বাসী এটা বোঝা যায়। তবে আপনিই সব জানেন, এটা বোঝানোর প্রয়োজন নেই

•    দু’জন কথা বলুন, নিজেদের ভালোলাগা বন্ধু-পরিবার কাজের ক্ষেত্র বিভিন্ন বিষয়ে। যেন আপনার সঙ্গে সময় কাটাতে মেয়েটি অস্বস্তিবোধ না করে।  

•    প্রথমবার ভালো কোনো রেস্ট্রুরেন্টে দেখা করতে পারেন, এতে দু’জনই কথা বলতে স্বাচ্ছন্দবোধ করবেন  

•    হালকা খাবার অর্ডার করুন, গল্পের মাঝে মাঝে অল্প করে খান। প্রথম দিনের বিলটাও আপনিই দিন

•    কার্ডে বিল দিতে পারলে ভালো অথবা ওয়ালেটে পর্যাপ্ত নতুন টাকা রাখুন।  

একজন নতুন মানুষের সঙ্গে নতুন সম্পর্কে যাওয়ার আগে কিছুটা সময় নিন। আর অপর জনকেও আপনার সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দিন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।