প্রাকৃতিক এমন দুর্যোগ মোকাবিলায় আমাদের যেসব সচেতনতা ও প্রস্তুতির প্রয়োজন:
• আবহাওয়ার সতর্ক বার্তা বারবার প্রচার করতে হবে
• ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আশ্রয় কেন্দ্রে যাওয়া
• আবহাওয়ার সতর্ক বার্তায় সাগর ও নদীতে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি চলে আসতে হবে
• ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে এমন সম্ভাব্য এলাকা স্বাভাবিকের বেশি উচ্চতার জলোচ্ছ্বসে প্লাবিত হয়। নিচু এলাকায় পাকা দালানে থেকেও বিপদ হতে পারে
• আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় টর্চ লাইট, দেয়াশলাইসহ মোমবাতি, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সঙ্গে নিতে হবে
• ঝড়ে বিদ্যুতের খুঁটি, তার রাস্তায় পড়ে যেতে পারে এজন্য বিশেষ করে রাতে রাস্তায় বের হলে অবশ্যই সাবধানে যেতে হবে
• যারা ট্যুরিস্ট আছেন, রিস্ক নিয়ে ফিরে না গিয়ে নিরাপদ আশ্রয়ে থাকুন
• দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকতে পারে।
• সচেতন হোন, সবাই নিরাপদে থাকুন।
বাংলাদেশ সময় ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৯
এসআইএস