তো অ্যানগেজমেন্ট করতে পারেন সাধ্য অনুযায়ী হীরার আংটিতে। হীরার গয়না কেনার কথা ভাবছেন, আসল হীরা চেনেন তো? কীভাবে আসল হীরা চেনা যায় জেনে নিন:
• ক্যারেট হীরা সমান ০.২ গ্রাম।
• হীরাতে আলো ফেললে এর ভেতরে ধূসর ও ছাই রঙের আলোকচ্ছটা দেখা যাবে,যা সত্যিই দারুণ
• হীরার প্রাকৃতিকভাবে কতটুকু খুঁত থাকে তা বুঝতে আকার এবং আকৃতির ওপর ১০ পাওয়ারের অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে হীরা নির্ণয় করা হয়
• মনে রাখবেন হোয়াইট টোপাজ, হোয়াইট স্যাফায়ার, কিউবিক জিরকোনিয়াম, মইসানাইট বা ল্যাব গ্রোন পাথরগুলোও দেখতে হীরার মতোই।
• হীরার গয়না সব সময় ব্র্যান্ডের দোকান থেকে কিনতে হবে। আর মনে করে হীরার মান উল্লেখ করে ওয়ারেন্টি কার্ড বুঝে নিন ও সংরক্ষণ করুন।
বাংলাদেশ সময়: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৯
এসআইএস