কস্টুমেয়ার বাই জুবাইদা আহবাবের উদ্যোগে শনিবার (১৬ নভেম্বর) রাজধানীর বনানী ক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সফল ১২ জন নারী তাদের জীবনের নানা প্রতিকূলতাকে উতরে কীভাবে নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছেছেন, সে গল্পগুলো অতিথিদের সামনে তুলে ধরেন।
জুবাইদা আহবাবের ডিজাইন করা পোশাকে তারা মঞ্চে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নীরবতাকে অনুৎসাহিত করে জীবনকে নতুনভাবে দেখতে আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বলেন, ‘না’ শব্দটি এত ছোট একটি শব্দ হয়েও কীভাবে হাজার হাজার স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়। ভয়কে জয় করে যেসব নারী তাদের স্বপ্নের পেছনে ছুটেছেন। তাদের জন্যই আয়োজিত হয় ‘অ্যাগেইনস্ট দ্য উইন্ড’।
ডিজাইনার জুবাইদা আহবাব বলেন, নিজেকে ভালোবাসা, নিজেকে গ্রহণ করা এবং নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতেই এ অনুষ্ঠানের আয়োজন। যাতে করে নারীরা নিজেদের ভালোবাসতে পারেন। কেননা আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সুন্দর। তার গায়ের রঙ ও তার আকৃতি যেমনই হোক না কেনো। তিনি আরও বলেন, অনুষ্ঠানে সবার উপস্থিতিতে আমরা অভিভূত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেয়েছিলাম সৌন্দর্য নিয়ে আমাদের চারপাশের বিদ্যমান নানা কুসংস্কার ও বদ্ধমূল ধারণাকে প্রশ্ন করতে।
অ্যাকাউন্টিংয়ে নিজের স্নাতক সম্পন্ন করলেও পেশাগতভাবে নিজেকে তার স্বপ্নের ডিজাইনার হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন জুবাইদা আহবাব। দেশের বাইরে তিনি তার ডিজাইন নিয়ে অংশগ্রহণ করেছেন এবং ফ্যাশন ও স্টাইল নিয়ে নিজস্ব ভাবনার কারণে প্রশংসিত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এএটি