ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

রূপকথার রাজকন্যার মতো চুল চাই?  

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৯
রূপকথার রাজকন্যার মতো চুল চাই?   সুন্দর চুলের জন্য

ছোট বেলায় রূপকথার রাজকন্যাদের গল্প শোনার সময় আমরা তার রূপে মুগ্ধ থাকতাম। আর সেই রূপের অনেকটা জুড়েই ছিল দীঘল কালো ঘন চুল। 

শীতের সময়টা সুন্দর চুলের জন্য কিছুটা চ্যালেঞ্জই। তাহলে এবার জেনে নিন এই চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবেন?

•    চুলের স্বাস্থ্যরক্ষা করার সবচেয়ে ভালো উপায় হল স্ক্যাল্প পরিষ্কার রাখা।

একদিন পরপর শ্যাম্পু করুন 

•    ধুলোবালি থেকে বাঁচাতে বের হওয়ার সময় স্কার্ফ বা ওড়না দিয়ে চুলটা ঢেকে নিন

•    নিয়মিত চুলের ডগা ছেঁটে ফেলবেন

•    শীতকালেও খুব গরম পানি দিয়ে চুল ধোবেন না। এতে চুল ক্ষতিগ্রস্ত হয়

•    এই সময়ে চুলে ব্লো-ড্রায়ার কিংবা স্ট্রেটনারের ব্যবহার কম করবেন 

•    হট অয়েল ট্রিটমেন্টের জুড়ি নেই, সপ্তাহে অন্তত একদিন তেল গরম করে পুরো চুলে লাগিয়ে রাখুন ঘণ্টা দুই 

•    কালোজিরা, লাউ, আমলকি ও লেবু চুলের জন্য খুব ভালো। তেলের সঙ্গে বেটে মিশিয়ে ম্যাসাজ করলে উপকার পাবেন।  


বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৯
এসআইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।