২০৩০ সালের মধ্যে কোকা-কোলার ‘বর্জ্য মুক্ত বিশ্ব’ প্রতিষ্ঠার বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে এই আয়োজন করা হয়েছে। এবারের পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারী নানান শ্রেণি-পেশার ৫৫০ জন স্বেচ্ছাসেবী সেন্টমার্টিন সমুদ্র সৈকত থেকে প্রায় এক হাজার কিলোগ্রাম (কেজি) আবর্জনা সংগ্রহ করেছে।
বিশ্বব্যাপী পার্টনারশিপের অংশ হিসেবে বাংলাদেশে ’ওশান কনজারভেন্সি’র কান্ট্রি কো-অর্ডিনেটর কেওক্রাডং বাংলাদেশের সঙ্গে গত ৮ বছর ধরে যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে আসছে কোকা-কোলা বাংলাদেশ। এই ৮ বছরে সেন্ট-মার্টিন কোরাল দ্বীপ থেকে তারা প্রায় নয় হাজার ৫০০ কেজি সামুদ্রিক আবর্জনা পরিষ্কার করেছে, যাতে সব মিলিয়ে অংশ নিয়েছে সারা দেশের প্রায় ৩,৭০০ জন স্বেচ্ছাসেবী।
৩৩তম ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিনআপ উপলক্ষে গত ১৩ ডিসেম্বর বাংলাদেশের একমাত্র কোরাল দ্বীপ সেন্টমার্টিনে দিনব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৯
এসআইএস