এই দুষিত বায়ুর কারণে সর্দিকাশি, এলার্জি, ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্ট, স্ট্রোক, মানসিক অবসাদ, হৃদরোগ ও নিউমোনিয়ার মতো নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
জনস্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি বায়ুদূষণ।
• বেশি বেশি গাছ লাগাতে হবে, পরিবেশ বান্ধব ইটভাটা, যানবাহন ও শিল্প-কারখানা গড়তে হবে
• বাতাসে ক্ষতিকারক উপাদান ছড়াতে পারে এমন জ্বালানি ব্যবহার বন্ধ ও নিষিদ্ধ করতে হবে
• ক্ষতিকর রাসায়নিক ব্যবহার বন্ধ বা কমানোর ব্যবস্থা করতে হবে
• বায়ুতে রাস্তার ধুলাবালি কমাতে নিয়মিত পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে
• রাস্তা নির্মাণ বা মেরামতের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করতে হবে।
আর বাড়িতে বায়ুদূষণ থেকে বাঁচতে
• বাড়ির জানালায় পর্দা দিয়ে রাখুন
• ঘরে ধূমপান করা যাবে না
• রোদ এবং বাতাস চলাফেরার ব্যবস্থা রাখুন
• নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে
• বিছানার চাদর-বালিশের কভার প্রতি সপ্তাহে ধুয়ে নিতে হবে
• রান্নাঘরে গ্যাসের চুলা নিয়মিত চেক করুন
• পর্যাপ্ত বাতাস যেন আসতে পারে
• মেঝের কার্পেট ও শীতে কম্বল ব্যবহার না করাই ভালো, এগুলোতে ধুলা টানে
• জুতা দরজার বাইরে রাখার ব্যবস্থা করুন
• রাস্তায় বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এসআইএস