আজকাল বিভিন্ন আয়োজনে নানা ডিজাইনের কেক দেখা যায়। মাঝে মাঝে তো বেশ মজার মজার জিনিসের ডিজাইনের কেক তৈরি করে সারপ্রাইজ দেওয়া হয়।
খাবারের ডিজাইনের সাধের এই জুতো কারখানার নাম ‘শু বেকারি’। প্রতিটি জুতা ক্রিস নিজের হাতেই তৈরি করেন।
২০১৩ সালে ফ্লোরিডার অর্ল্যান্ডোয় যাত্রা শুরু করে শু বেকারি। এই কয়েক বছরে সব বয়সী ফ্যাশন সচেতন নারীদের কাছেই সমান জনপ্রিয় তার জুতা। গাড়ির সিট যে মাইক্রোফাইবারে তৈরি হয়, তা দিয়েই আরামদায়ক জুতা তৈরি করেন ক্রিস।
বিশ্বের বিভিন্ন নাম করা জুতার শোরুম ছাড়াও অনলাইনেও সহজেই পেয়ে যাবেন ক্রিস ক্যাম্পবেলের এই ডেজার্ট জুতা। আর প্রতি জোড়া জুতা কিনতে দাম গুনতে হবে কম হলেও ২২ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআইএস