সাধারণত ভালোবাসা দিবসে আমরা লাল রং ব্যবহার করে থাকি কিন্তু এবার হালের ফ্যাশনের ভিন্নতার সঙ্গে দেখা যাবে রঙের নতুনত্ব। এই ভালোবাসা দিবসের কালেকশনে রং হিসেবে প্রাধন্য পেয়েছে নীল, কমলা, মেরুন ও গোলাপি।
ফ্লোরাল ও জিওমেট্রিক মটিফে তৈরি হয়েছে এবারের পোশাক। যেখানে মিডিয়া হিসেবে ব্যবহার হয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক ও অ্যামব্রয়েডারি।
নিলেন, ভয়েল, ডিসকস, স্লাভ, হাফসিল্ক কাপড়ে তৈরি শাড়ি, থ্রিপিস ও পাঞ্জাবিসহ পোশাগুলোর দাম সবার সাধ্যের মধ্যে রাখা হয়েছে বলেই জানিয়েছে নিপুন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এসআইএস