জেনে নিন কেমন ত্বকে কোন মাস্ক ব্যবহার করবেন:
ত্বক তেলতেলে ও প্রায়ই ব্রণ হলে পিল-অফ মাস্ক ব্যবহার করুন। পিল-অফ মাস্ক একটা জেলের মতো দেখতে জিনিস যা মুখে লাগানোর পর শুকিয়ে যায় আর তা টেনে তুলতে হয়।
আর ত্বক যদি খুব শুষ্ক হয় তবে আপনার জন্য চাই স্লিপ মাস্ক বা ওভারনাইট মাস্ক। এই মাস্ক মুখে লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। শুষ্ক ত্বকে আর্দ্রতা ফিরে পেতে এই মাস্কের জুড়ি নেই।
উজ্জ্বল লাবণ্যময় ত্বক চান? ব্যবহার করুন শিট মাস্ক। পাতলা তুলোর কাপড়ের মতো দেখতে এই মাস্কে সিরামসহ নানান উপকারী উপাদান মেশানোই থাকে, যা ত্বকে অ্যান্টি-অক্সিডেন্টের জোগান দেয়।
সব শপিংমলেই কসমেটিকসের দোকানে মাস্কগুলো পেয়ে যাবেন। কেনার সময় মেয়াদ দেখে নিন।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২০
এসআইএস