গলানো চকলেট বা কোকো গরম দুধ বা পানিতে মিশিয়ে তৈরি হয় হট চকলেট।
এক মগ হট চকলেটে অন্তত ৬০ শতাংশ কোকো থাকে।
• হট চকলেট ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করতে পারে কারণ এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে
• হজমশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে
• হট চকলেট হৃদরোগের ঝুঁকি কমায়
• রক্তচলাচল বাড়িয়ে দেয়
• পায়ের ব্যথা কমায়
• জ্বর এবং যকৃতের রোগ সারাতে সাহায্য করে
• মানসিক চাপ কমায়
• ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।
বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২০
এসআইএস