০৪ মার্চ (বুধবার) সকাল ১০টায় কৃষিবিদ ইন্সটিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন বলে জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
এক সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী জানান, এবারের মেলায় সারাদেশ থেকে ২৯৬ এসএমই উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নেবেন।
মেলায় দেশে উৎপাদিত পাটজাত পণ্য, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত পণ্য, চামড়াজাত সামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, আইটি পণ্য, প্লাস্টিক ও সিনথেটিক পণ্য, হস্তশিল্প, ডিজাইন ও ফ্যাশনওয়্যারসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের স্বদেশী পণ্য প্রদর্শিত ও বিক্রয় হবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে দেশের এসএমই উদ্যোক্তাদের অবদান ও অংশগ্রহণকে স্বীকৃতি দিতে এসএমই ফাউন্ডেশন পুরুষ ও নারী ক্যাটাগরিতে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২০’ প্রদান করা হবে। বিজয়ী উদ্যোক্তারা এক লাখ টাকা, ট্রফি ও সার্টিফিকেট পাবেন।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০২০
এসআইএস