ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সময়ের অভাবে শাড়ি পরা হয় না? 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২০
সময়ের অভাবে শাড়ি পরা হয় না?  শাড়িতেই পূর্ণতা পায় নারীর সৌন্দর্য

শাড়ি পরতে ভালোবাসেন, সময়ের অভাবে পরা হয়ে ওঠে না? আসলে শাড়িতেই সুন্দরী বাঙালি নারী। লম্বা-খাটো, ভারী-পাতলা যেকোনো গড়নের নারীই শাড়ি পরতে পারেন। শাড়িতেই পূর্ণতা পায় নারীর সৌন্দর্য। 

আজকাল ব্যস্ততার কারণে অনেকেই নিয়মিত শাড়ি পরেন না। আবার অনেকেই একা একা শাড়ি পরতে পারেননা।

কেউ কেউ আছেন শাড়ি পরলে স্বাভাবিক কাজ করতে অস্বস্তিতে থাকেন।  

প্রথমবার শাড়ি একা শাড়ি পরতে অনেকেরই ঘণ্টা পেরিয়ে যায়। ‍অথচ একা একা শাড়ি পরতেও মাত্র তিন মিনিটের কম সময় লাগে।


শাড়ির লুক পালটে দিতে পারে মানানসই ব্লাউজ। সঙ্গে কালার মিলিয়ে পেটিকোটও রাখুন হাতের কাছে।  

শাড়ি পরতে চাইলে আগের দিন রাতে শাড়িটা গুছিয়ে নিন। আঁচলটা প্লিট দিয়ে পিন করে রাখুন, একইভাবে কুঁচিও দিয়ে রাখা যায়। পরদিন ঝটপট পরা হয়ে যাবে।  

শাড়ির সঙ্গে হিল জুতো পরতে চান? তা হলে শাড়ি পরার আগেই জুতোটা পরে নিন – তাতে ফলসটা ঠিকভাবে বসবে, জুতো বেরিয়ে থাকবে না শাড়ির নিচ দিয়ে।

শাড়ি পরার সময় যে পিন ব্যবহার করেন, সেগুলো শাড়ি খোলার সময় খেয়াল করে আগেই খুলে নিন। নয়ত আপনার পছন্দের শাড়িটি ছিঁড়ে যেতে পারে৷

দেখে নিন সহজে শাড়ি পরার কৌশল:


বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।