হেয়ার এক্সপার্ট জাবেদ হাবিব বলেন, শ্যাম্পু সঠিকভাবে না করলে-
• চুল অতিরিক্ত শুষ্ক হয়ে যায়
• চুল ভাবে ফেটে যায়
• ভালোমতো ধোয়া না হলে মাথায় খুশকি হয়।
তাহলে কীভাবে শ্যাম্পু করলে চুলের ক্ষতি হওয়ার থেকে বাঁচবেন? জেনে নিন:
• শ্যাম্পু করার সময় চুলে সরাসরি শ্যাম্পু দেবেন না
• প্রথমেশ্যাম্পু হাতে নিয়ে তাতে সামান্য পানি মিশিয়ে নিন
• তারপর দুই হাতের তালুতে তা ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলে লাগান
• হাতের প্রেসারে মাথা ও চুলে ম্যাসাজ করুন
• এবার প্রচুর পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২০
এসআইএস