সাবান-পানি দিয়ে হাত ধোয়ার নিয়ম তো আমরা জানি। কিন্তু স্যানিটাইজার কখন ব্যবহার করবেন? বাইরে বেরোলেই স্যানিটাইজার ব্যবহার করবেন।
জেনে নিন হ্যান্ড স্যানিটাইজার কীভাবে ব্যবহার করে হাত জীবাণুমুক্ত রাখবেন:
• স্যানিটাইজার ব্যবহারের আগে হাত শুকিয়ে নেবেন
• হাতের তালুতে আধা চা চামচ স্যানিটাইজার নিন
• এবার দু’হাতের তালুতে ঘষুন
• আঙুলের মধ্যে এবং উলটো পিঠে ঘষুন
• দুই হাতের তালুতে ভালো করে ঘষুন
• আঙুলের পেছনেও ঘষুন
• স্যানিটাইজার ব্যবহারের পরে হাত ধোবেন না
• শুকিয়ে গেলে আপনার হাত জীবাণুমুক্ত।
বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২০
এসআইএস