বর্তমান পরিস্থিতি মোকাবিলায় করোনা ভাইরাসের সংক্রমণ দেশে খুব ভয়াবহ রূপ নেয়ার আগেই প্রতিষ্ঠানগুলো ভাইরাস সংক্রমণ প্রতিরোধে পিপিই (ব্যক্তিগত প্রতিরক্ষামূলক পোশাক) সরবরাহ করছে ঢাকা ও মনময়সিংহর বিভিন্ন হাসপাতালগুলোতে।
মুগদা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদি (পিপিই) দেওয়া হয়েছে।
চলতি এবং আগামী সপ্তাহে ঢাকা মহানগর হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ সহ স্বেচ্ছাসেবামুলক প্রতিষ্ঠান এবং বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বিতরণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো। ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জামাদির মধ্যে রয়েছে পিপিই কিট-প্রতিরক্ষামূলক পোশাক, চশমা, সার্জিক্যাল মাস্ক -থ্রি প্লাই, মাস্ক এন-৯৫, ইনফারেড থার্মোমিটার, হ্যান্ড গ্লাভ্স, স্যাভলন, ও সেনিটাইজিং হ্যান্ডরাব্।
এছাড়াও সুবিধাবঞ্চিতদের খাদ্য বিতরণের কাজ করে যাচ্ছে তারা।
বাংলাদেশ সময়: ০২০৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২০
এসআইএস