ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনা ঠেকাতে কোরো না-র তালিকা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
করোনা ঠেকাতে কোরো না-র তালিকা করোনা ঠেকাতে

করোনা আসার পর থেকেই শুধু চারদিকে শোনা যায় এটা কোরো না ওটা কোরো না। করোনা ভাইরাসে সংক্রমণের ঝুঁকি কমাতে আরও কিছু বিষয় মেনে চলতে হবে। বিশেষজ্ঞরা বলেন:

•    অনেকেরই অভ্যাস আছে দাঁত দিয়ে নখ কাটা, হাতের মাধ্যমেই সংক্রমণের ঝুঁকি সবচেয়ে বেশি। তাই এটা বন্ধ করতে হবে এখনই 

•    অপরিষ্কার হাতে নাক, চোখ একেবারেই ছোঁয়া যাবে না 

•    মুখে ব্রণের সমস্যা থাকলে তো কথাই নেই।

অনেকেই আছেন একটি ছোট ব্রণ হলেও নখ দিয়ে খুঁটতেই থাকেন। করোনায় এই অভ্যাস কত বড় বিপদ ডেকে আনতে পারে, বুঝতেই পারছেন 

•    চুলেও লেগে থাকতে পারে ভয়াবহ করোনার জীবাণু। চুলে হাত দেওয়ার অভ্যাস থাকলেও বাদ দিন 

•    দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে সেটা আঙুল দিয়ে বের করেন অনেকে। এটাও আর করা যাবে না 

•    পরা পোশাকে হাত-মুখও মোছা যাবে না 

•    প্রতিবার ব্যবহারের পর সাবান দিয়ে পোশাক ধুয়ে রোদে শুকিয়ে নিন  

•    প্লেট-গ্লাস, চায়ের কাপ, চিরুনি আর তোয়ালে অবশ্যই আলাদা রাখুন ও নিজ দায়িত্ব নিয়মিত পরিষ্কার করুন।  

•    এছাড়াও কারো খুব কাছে যাওয়া যাবে না। সব সময় অন্তত এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখুন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।