সাধারণত তৈলাক্ত ত্বকে নাক, গাল এবং থুতনিতে এই সমস্যা বেশি হয়। ঘরোয়া উপাদানেই ব্ল্যাকহেডস দূর করা সম্ভব।
একটি কলা পেস্ট দুই টেবিল চামচ ওটসের গুঁড়া ও ১ টেবিল চামচ মধু নিয়ে মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন।
মিশ্রণটি মুখের সব জায়গায় সমানভাবে মেখে নিন। এবার কিছুক্ষণ ম্যাসাজ করুন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ময়েশ্চারাইজার মেখে নিন।
সপ্তাহে দু’বার এই প্যাক ব্যবহারে মৃতকোষ এবং ময়লা দূর করবে। ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ০২, ২০২০
এসআইএস