ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চিনি যেভাবেই রাখা হোক পিঁপড়া আসবেই! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
চিনি যেভাবেই রাখা হোক পিঁপড়া আসবেই!  পিঁপড়া

সেদিন শান্তা দুঃখ করে বলছিলেন, ঘরে যেভাবেই চিনি রাখা হোক পিঁপড়া আসেই। পলিথিনের প্যাকেটে মুড়ে বা শক্ত ঢাকনা-ওয়ালা পাত্রে রেখেও নিস্তার পাওয়া যায় না।

 
চা করা বা যে কোনো রান্নায় ব্যবহার করার সময় যদি চিনিতে পিঁপড়া থাকে, এর চেয়ে বিড়ম্বনা কমই আছে।  

এই অবস্থায় পিঁপড়া ধরবে না, এভাবে চিনি রাখার উপায় খুঁজছেন? আসুন জেনে নেই সহজপদ্ধতি:  

  • চিনির পাত্রে একটি তেজ পাতা রেখে দিন। পারলে প্রতিদিন সেটি বদলে ফেলুন। তেজ পাতার গন্ধ পিঁপড়া সহ্য করতে পারে না  
  • এক টুকরো দারুচিনি রেখে দিন চিনির পাত্রে। কয়েক দিন থাকতে পারবেন নিশ্চিন্ত 
  • চিনির পাত্রে মাত্র দু’টি লবঙ্গ রেখে দিয়ে দেখুন পিঁপড়ারা কাছেও আসবে না।  

ট্রাই করেই দেখুন যে কোনোটি।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।