ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

করোনাকালেও ‘সেফ ট্রাভেল’ যেসব দেশে 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
করোনাকালেও ‘সেফ ট্রাভেল’ যেসব দেশে 

মহামারি করোনায় দীর্ঘ দিন বদ্ধ ঘরে রয়েছি, দেশের বাইরে তো দূরের কথা, ঘরের পাশের চায়ের দোকানেও যাওয়া যায়নি বহুদিন। করোনার এই পরিস্থিতির মধ্যেও যারা ঘুরতে যাওয়ার জন্য অপেক্ষায় রযেছেন, জেনে নিন বিশ্বের বেশ কিছু দেশ চালু করেছে সেফ ট্রাভেল।

 

এই দেশুগুলোতে নিরাপদে ভ্রমণের জন্য তেমন বাধা নেই। কারণ এসব দেশে ভ্রমণ করলে ঝুঁকির মাত্রা কম ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইন মেনে চলছে দেশগুলো।  
মোট ৩০টি দেশে ভ্রমণের এই ছাড় পেয়েছে। এরমধ্যে এশিয়া থেকে মাত্র কয়েকটি দেশই রয়েছে ৷ সেগুলো হচ্ছে শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ৷

এর পাশাপাশি এই তালিকায় থাকা আফ্রিকার দেশগুলো হল, মিশর, কেনিয়া, মরিশিয়াস, রুয়ান্ডা, তাঞ্জানিয়া, তিউনিশিয়া, দক্ষিণ আফ্রিকা (কিছু অংশ) ৷
ইউরোপের দেশগুলোর মধ্যে ভ্রমণের জন্য এখন সুরক্ষিত দেশের তালিকায় রয়েছে পর্তুগাল, বুলগেরিয়া, তুরস্ক, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, ইউক্রেন, স্পেন (কিছু অংশ), রাশিয়া (কিছু অংশ) ৷

দেশে থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচল করতে শুরু করেছে। যারা দেশের বাইরে যেতে চান, সেভ ট্রাভেলের প্লান করতে শুরু করুন।  
    

ছবি: সাউথ কোরিয়া

রিপা আর জাহান

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।