ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

বেশি কিছু আশা করা ভুল 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
বেশি কিছু আশা করা ভুল  সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশির

নতুন হোক বা পুরোনো দাম্পত্য সম্পর্কে প্রিয়জনের কাছে আমাদের বেশ কিছু প্রত্যাশা থাকে।  তবে এই প্রত্যাশার চাপ যেন প্রিয়জনের জন্য পূরণ করা কঠিন না হয়ে দাঁড়ায় যার প্রভাব দাম্পত্য জীবনেও পড়ে।

 

এটা মাথায় রেখে কোনো কিছু আশা করার আগে কিছু বিষয় ভাবতে হবে। যেমন-আমরা কেউই সব সময় ১০০% পারফেক্ট না। সঙ্গী কখনোই কোনো ভুল করবে না বা সব কিছু আপনার পছন্দমতো হবে। এটা ভেবে থাকলে সামান্য ভুল হতেই পারে চিন্তায়। সম্পর্কে কোনো জটিলতা হবেনা, এমন ভাবতে যাবেন না। সম্পর্ক সব সময় সরল রেখায় চলে না।

প্রিয়জন আপনার জন্য নিজেকে বদলে নেবেন। তো বেশ তো, আপনি কতটুকু ছাড় দিতে প্রস্তুত, একবার ভেবে দেখুন। ধরুন আপনি নাক ডেকে ঘুমান, শব্দ করে চা খান, দেরিতে ঘুম থেকে ওঠাই নিয়মিত অভ্যাস বা খেতে বসে বাছাবাছি করা, রান্নার ভুল ধরা নিয়মিতই করেন, এগুলোর একটাও হয়ত আপনার সঙ্গী পছন্দ করছেন না। তখন? শুধু সঙ্গীর কাছে আশা না করে, নিজেকেও সঙ্গীর মনের মতো করে উপস্থাপনের চেষ্টা করুন। আর নিজের এই বদলে যাওয়ার ব্যাপারটি সঙ্গীর কানে কানে বলেও দিন এক ফাঁকে।  

একটি গোলাপ বা একটি ঘাসফুল অথবা বর্ষার কদম ভালোবাসা প্রকাশে প্রতিদিন ছোট উপহার নিজেই নিয়ে নিন প্রিয়জনের জন্য। আর মাঝে-মধ্যে শপিংমলে গিয়ে সব সময় ফুরফুরে মেজাজে সঙ্গীর পাশে থাকুন। তার কোনো কিছু পছন্দ হলে বিল দিতে কার্পন্য করবেন না।
মনে রাখবেন, প্রত্যাশা কমিয়ে দু’জনের পারস্পারিক ভালোবাসা, সহযোগিতা আর শ্রোদ্ধাবোধের মাধ্যমেই গড়ে তোলা যায় সুখের সংসার।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, আগস্ট ২১, ২০২০
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।