ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

শীত সামনে, সঙ্গী করুন তুলসী পাতা

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
শীত সামনে, সঙ্গী করুন তুলসী পাতা

সামনেই শীত, আর শীতের সময় বাড়তে পারে মহামারি করোনার প্রকোপ, সঙ্গে সাধারণ নানা সমস্যা তো রয়েছেই। এসব সমস্যা থেকে নিরাপদে থাকতে ব্যবহার করুন তলসী পাতা।

তুলসী পাতা ব্যবহারে আমরা যে উপকার পেতে পারি: 
•    তুলসী পাতা গরম পানিতে সেদ্ধ করে সে পানিতে গড়গড়া করলে মুখ ও গলার রোগজীবাণু মরে, শ্লেষ্মা দূর হয় ও মুখের দুর্গন্ধও দূর হয়

•    তুলসী চা শারীরিক ও মানসিক অবসাদ দূর করে এবং মস্তিষ্কে অক্সিজেনের সরবরাহ বাড়ায়

•    মাথা ব্যথা ও শরীর ব্যথা কমাতে তুলসী খুবই উপকারী
•    প্রতিদিন কয়েকটি তুলসী পাতা চিবিয়ে খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে 
•    দাঁত ভালো রাখতে সাহায্য করে 
•    ঠাণ্ডা, জ্বর সারাতে তুলসী চা পান করুন 
•    গলা ব্যথায় বা মাথাব্যথা সমাধান রয়েছে তুলসী পাতায় 
•    ডায়রিয়া হলে ১০ থেকে বারোটি পাতা পিষে রস খেয়ে ফেলুন 
•    হৃদরোগে অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করে তুলসী 
•    তুলসী, বেলপাতা এবং নিমপাতা সমপরিমাণে বেঁটে বড়ি বানিয়ে শুকিয়ে নিন। এই বড়ি দিনে ২/৩ বার খেলে ডায়াবেটিক নিয়ন্ত্রণ হয়।

শীতের নানা রোগ থেকে নিরাপদে থাকতে দুই কাপ পানি ও ১০-১২টি তুলসী পাতা ফুটে অর্ধেক হয়ে যাওয়ার পর নামিয়ে ছেঁকে নিন৷ চাইলে সামান্য মধু মিশিয়ে পান করুন।  

বাংলাদেশ সময় ১০৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।