গুগল আর ফ্রি ফ্রি ব্যবহারকারীদের ছবি রাখবে না, এটা তো নতুন ঘোষণায় সাফ জানিয়ে দিয়েছে।
জরুরি নথি ও ছবি রাখার জন্য আমরা গুগল স্টোরেজের ওপর অনেকটাই নির্ভর করি।
এর পাশাপাশি কেউ ছবি এবং অন্যান্য তথ্য সংরক্ষণের জন্য ক্লাউড সুবিধা নিতে চাইলে তাকে গুগল ওয়ান-এর সাবস্ক্রিপশন নিতে হবে। সর্বনিম্ন মাসিক ২ ডলার থেকে শুরু করে বিভিন্ন প্যাকেজে এই সাবস্ক্রিপশনে নেওয়া যাবে।
গুগল এখন বলছে, আগামী বছরের জুন নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এখনই চিন্তায় পড়ে গেলেন? বেশ তো, এই লিংকে গিয়ে আগেই জেনে নিন গুগলে কতটুকু জায়গা ব্যবহার করছেন: photos.google.com/storage।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২০
এসআইএস