ভাবনার চেয়েও হাতের লেখা আমাদের ব্যক্তিত্বের অনেক বেশি প্রকাশ করে। লেখার ধরণ এবং লেখার আকার দেখেও মানুষের সম্পর্কে ধারণা করা যায়।
আবার নিজেকে বদলে নেওয়ার সুযোগও থাকে লেখায় কিছু পরিবর্তন এনে। আর এই পদ্ধতিকে বলা হয় গ্রাফোথেরাপি। আমাদের হাতের লেখা অ্যানালাইসিস করে চরিত্র, মানসিকতা ও ব্যবহারের নানা দিক বিশ্লেষণ করাই হচ্ছে গ্রাফোথেরাপি।
এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ভারতের জয়পুরের গ্রাফোথেরাপি বিশেষজ্ঞ নবীন তশনিওয়াল
Naveen Toshniwal
বাংলাদেশ সময় ১৩৪৫ ঘন্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসআইএস