ঋতুরাজ বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে চারপাশ। লাল-হলুদ-গোলাপি-ফুলের সৌন্দর্যে বাংলার রূপ দেখে বারবার মনে বাজে...
পুষ্পে পুষ্পে ভরা শাখী; কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে –
তারা, ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে;
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি,
সকল দেশের রানি সে যে – আমার জন্মভূমি।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এসআইএস