ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

সাদা চুল কালো হবে আলুতে! 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
সাদা চুল কালো হবে আলুতে! 

অল্প বয়সে অনেকেরই চুল সাদা হয়ে যায়। তারা আয়নায় দাঁড়িয়ে প্রথমেই মন খারাপ করে মাথার কালো চুলগুলো দেখে।

আবার বন্ধুরা যখন এই সাদা চুল নিয়ে মজা করে, কষ্ট যেন আরও বেড়ে যায়।  

অনেকেই চুল কালো করতে বেছে নেন বাজারের কেনা রং, এই রং ব্যবহারে চুলের স্বাস্থ্য খারাপ হয়ে যায়। আরও দ্রুত সব চুল পেকে যায়। আর একবার রং করার পর সাত থেকে ১০ দিনেই সাদা চুল বের হয়, ফলে আবারও চুলে রং দিতে হয়।  
এতো ঝামেলা থেকে রক্ষা পেতে বেছে নিন, প্রাকৃতিক উপায়। খুব সাধারণ আলু দিয়েই ফেরানো সম্ভব চুলের কালো রং। কীভাবে? জেনে নিন: 
প্যানে এক কাপ আলুর খোসা দিন। তারপর দু’কাপ পানি নিন। আঁচ বাড়িয়ে ২০ থেকে ৩০ মিনিট ফুটতে দিন। এরপর নামিয়ে ঠাণ্ডা করে ছেকে শ্যাম্পুর বোতলে ঢেলে নিন।

এবার ময়েশ্চারাইজিং শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ডাই চুলে দিন। এরপর তোয়ালে দিয়ে পেঁচিয়ে রাখুন। ১৫ মিনিট পর চুল থেকে তোয়ালে সরিয়ে, চুল শুকিয়ে নিন। এই ডাই এক সপ্তাহ ব্যবহার করলেই দেখবেন সাদা চুলগুলো কালো হতে শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১০৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২১
এসআইএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।