লাখো জীবন ও বহু ত্যাগের বিনিময়ে ১৯৭১ সালে আমরা পেয়েছি স্বাধীনতা। ৫০ বছরে এসে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছি আমরা।
আমাদের প্রিয় বাংলাদেশের কাছে প্রতাশ্যা অনেক। রাষ্ট্র নাগরিকদের নানা সুযোগ-সুবিধা এবং অধিকার দিয়েছে। কিন্তু নাগরিকেরও রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য।
আসুন জেনে নেই একজন সুনাগরিকের দেশের জন্য যে দায়িত্ব ও কর্তব্যগুলো থাকে:
• প্রথমেই রাষ্ট্রের প্রতি অনুগত্য প্রকাশ করতে হবে
• রাষ্ট্রের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকা
• প্রচলিত আইন এবং সংবিধান মেনে চলা
• ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করাও নাগরিকের অধিকার ও দায়িত্ব
• আয় অনুযায়ী কর দিয়ে দেশের উন্নয়নে সহযোগিতা করতে হবে
• জনগণের উন্নয়নের জন্য গ্রহণ করা সব কাজ সঠিকভাবে করতে প্রয়োজনে সহযোগিতা করা
• সুস্বাস্থ্য নিশ্চিত করা ও শিশুদের নির্দিষ্ট বয়সে স্কুলে পাঠানো বাবা মায়ের দায়িত্ব
• নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন, সফলতা, জাতীয় সংগীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর ও মনীষীদের অবদানকে স্মরণ করতে হবে
• সমাজে সবার সঙ্গে মিলেমিশে থাকতে হবে
• সামর্থ থাকলে অসহায়দের পাশে দাঁড়াতে হবে।
দেশপ্রেম থাকলেই সুনাগরিক হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে অবদান রাখা যাবে। বিশ্বের বুকে আমাদের লাল-সবুজের পতাকা সম্মানের সঙ্গে তুলে ধরাও সম্ভব হবে।
বাংলাদেশ সময়: ০৯২৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২১
এসআইএস