অনেকেই কুকুর ভয় পান। আবার অনেকে শখ করে কুকুর পোষেন।
হঠাৎ কুকুর তাড়া করলে কী করা উচিত সে বিষয়ে অনেকেরই কিছু জানা নেই। এমন অবস্থায় পড়লে মাথা ঠান্ডা রেখে যে কাজগুলো করলে কিছুটা সমাধান হতে পারে, আসুন জেনে নেই।
কাজগুলো হলো:
দৌঁড়ানো যাবে না: কোন অবস্থাতেই দৌঁড় দেওয়া যাবে না। মনে রাখবেন দৌঁড় দিলে কুকুরটি আরও ক্ষেপে উঠবে। গতিশীল বস্তু দেখলে কুকুরের আক্রমণের প্রবণতা বেড়ে যায়।
হাঁটার গতি: এমন পরিস্থিতিতে পড়লে হাঁটার গতি কমিয়ে দিন। দরকার হলে একদম থেমে যান। কুকুরটি শান্ত হলে আবার ধীরে ধীরে এগোতে হবে।
ভয় নিয়ন্ত্রণ করুন: এমন পরিস্থিতিতে ভয় পেলেই হেরে যাবেন আপনি। অযথা আতঙ্কিত হবেন না। মানুষের ভয়-ভীতি কুকুর টের পায়।
চোখাচোখি: কুকুরটির সঙ্গে সরাসরি চোখাচোখি করবেন না। আড়চোখে দেখুন। নইলে কুকুরটি আরও হিংস্র হয়ে উঠতে পারে।
মুখোমুখি দাঁড়ানো যাবে না: কোন অবস্থাতেই মুখোমুখি অবস্থানে দাঁড়াবেন না। প্রাণীটি এতে আপনাকে বড় কোন সমস্যা ভাববে। পাশাপাশি দাঁড়ালে তাদের দৃষ্টিতে আপনাকে হালকা লাগবে।
এছাড়া আপনার হাতে যদি কিছু থাকে তবে তা দূরে ছুড়ে দিন। এতে কুকুরটির মনোযোগ আপনার দিক থেকে সরে যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২১
জেডএ