চা সারা দিনের ক্লান্তি দূর করে আমাদের চাঙা রাখে। সব ধরনের আড্ডার মূল আকর্ষণ চা।
এই চা শুধু আমাদের ভেতরটাই অ্যাক্টিভ রাখে না, আমাদের বাহ্যিক রূপ-সৌন্দর্য বাড়াতেও এটি কার্যকর। অবাক হচ্ছেন?
আসুন জেনে নেই রূপর্চচায় চা কীভাবে ব্যবহার করা হয়:
• টি ব্যাগ ভিজিয়ে চোখের ওপরে ১০ মিনিট রেখে দিন। চা পাতায় রয়েছে ক্যাফেইন, যা ডার্ক সার্কেল ও ফোলাভাব দূর করতে সাহায্য করে।
• ত্বকের রোদে পোড়া দাগ দূর করতেও চায়ের লিকার অতুলনীয়। কড়া লিকারে তোয়ালে ভিজিয়ে ত্বক মুছে নিন কয়েকবার। নিয়মিত করলে দাগগুলো দ্রুতই হারিয়ে যাবে।
• ত্বক পরিষ্কার রাখতে টোনার হিসেবে চমৎকার কাজ করে চায়ের লিকার।
• ব্যবহার করা টি-ব্যাগের চা পাতা শুকিয়ে স্ক্রাবার হিসেবে ব্যবহার করুন।
• ঠোঁট ও ত্বকের আর্দ্রতা ধরে রাখে গ্রিন টি।
• শ্যাম্পু করার পর বেস্ট কন্ডিশনার হতে পারে চায়ের লিকার। এক মগ চায়ের লিকারের সঙ্গে এক চা চামচ লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলুন। চুল হবে ঝলমলে ও মসৃণ।
অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চা ত্বক উজ্জ্বল, নরম ও মসৃণ করে। সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে, বয়সের ছাপ পড়তে বাধা দেয়।
বাংলাদেশ সময়: ০৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
জেডএ