ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন?

লাইফস্টাইল ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন?

আমরা অনেক সময় চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করি। চোখ খুবই স্পর্শকাতর, এজন্য লেন্স ব্যবহার করলে, তার যত্ন নিতে হবে নিয়ম মতো।

সৌন্দর্য বাড়াতে চোখে কন্টাক্ট লেন্স ব্যবহার করে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকেই।  

কন্টাক্ট লেন্স ব্যবহার প্রসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক ওসমান গণি বলেন, চোখে আর্টিফিসিয়াল জিনিস ব্যবহার না করাই ভালো। যদি সেটা প্রয়োজন না হয়। এটি থেকে চোখে অ্যালার্জি হতে পারে। কন্টাক্ট লেন্স ব্যবহারের নিয়ম যারা মেনে চলেন না তাদের প্রায় ৯৯ শতাংশই চোখের নানা সমস্যায় আক্রান্ত হন।

কন্টাক্ট লেন্স ব্যবহার করলে যেসব ক্ষতি হয়-

•    চোখের কালো মণিতে পানি জমে, পরবর্তীতে ঘা-ও হতে পারে

•    কন্টাক্ট লেন্সের চাপে চোখে স্থায়ী দৃষ্টি স্বল্পতা হতে পারে

•    লেন্স ঘোলা হয়ে নষ্ট হয়ে যেতে পারে

সতর্কতা

লেন্স পরে কখনোই কড়া রোদ অথবা তাপে না যওয়ারও পরামর্শ দেন ডাক্তার গণি। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া কন্টাক্ট লেন্স ব্যবহার করা ঠিক নয় বলে জানান তিনি।

এছাড়া,

•    কন্টাক্ট লেন্স নিয়মিত নির্দিষ্ট সল্যুশন বা তরল দিয়ে পরিষ্কার করতে হবে ও মেয়াদ উত্তীর্ণ তরল ব্যবহার করা যাবে না।

•    দীর্ঘ সময় কন্টাক্ট লেন্স ব্যবহারে চোখের ক্ষতি হতে পারে। আর ঘুমানোর সময় অবশ্যই লেন্স খুলে নিতে হবে।

•    অবশ্যই ভালো ব্র্যান্ডের লেন্স ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার সঠিক নিয়ম মেনে চলতে হবে।

লেন্স ব্যবহারের সময় কোনো ধরনের সমস্যা হলে সঙ্গে সঙ্গে লেন্স খুলে ফেলতে হবে ও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে।  

তবে সবার চোখই এমনিতেই সুন্দর থাকে। সাময়িক সৌন্দর্যের জন্য চোখের লেন্স ব্যবহার না করাই ভালো।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআইএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।