ঢাকা: ঔষধি গুণে ভরা পরিচিত একটি ফল হচ্ছে আমলকী। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ এই ফলটি খেলে আমাদের দেহের জন্য খুব উপকারী এটা আমরা সবাই জানি।
* আপনার সার্জারি হয়েছে, এক্ষেত্রে আমলকী ফল খাবেন না।
* যারা অন্তঃসত্ত্বা তারা আমলকী থেকে দূরে থাকবেন।
* ব্লাড থিনিঙের ওষুধসেবনকারীরা চিকিৎসকের পরামর্শ নেবেন এ ফলটি খেতে পারেন কিনা।
*যারা সন্তানকে স্তন পান করাচ্ছেন সেসব মায়েরা আমলকী খাবেন না।
*হঠাৎ আপনার জ্বর-সর্দি হয়েছে তখন এ ফলটি বেশি খাবেন না। কারণ এ সময়টাতে আপনার শরীরের তাপমাত্রা অনেকাংশে কমিয়ে দিতে পারে।
বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, অক্টোবর ১০,২০২২
এএটি