বার্গার বর্তমান জেনারেশেনের খুব পছন্দের একটা খাবার। মোটামুটি ২০০ টাকা হলেই একটা বার্গার পাওয়া যায়।
এ একটা বার্গারের টাকা দিয়ে আমরা কতটা ফল খেতে পারি, আসুন দেখে নেই-
২০০ টাকার একটা বার্গারের পরিবর্তে আপনি নিতে পারেন-
* ১ টা পাকা পেঁপে- ৮০ টাকা
* ১ কেজি পেয়ারা- ৬০ টাকা
* ১ টা আনারস- ৬০ টাকা
৫০০ টাকার একটা বার্গারের পরিবর্তে আপনি নিতে পারেন-
* আধা কেজি ড্রাগন ফ্রুটস- ২০০ টাকা
* ১ কেজি আমড়া- ৭০ টাকা
* ২টা কদবেল- ১২০ টাকা
* ১ টা আনারস- ৬০ টাকা
* আধা কেজি পেয়ারা- ৩০/৪০ টাকা
তাহলে ভেবে দেখুন কোনটা আপনার জন্য উপকারী, কোনটা খাবেন? সিদ্ধান্ত আপনার।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
জেডএ