ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লাইফস্টাইল

যারা আপনাকে গোপনে হিংসা করে!

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
যারা আপনাকে গোপনে হিংসা করে! ছবি: সংগৃহীত

সাফল্যে কে না আনন্দিত হয়? মানুষ সে আনন্দ ভাগ করে নিতে চায় নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গেই। কিন্তু জানেন কি, আপনার চারপাশে থাকা মুখোশধারী এমন অনেকেই আছেন, যারা প্রকাশ্যে আপনার প্রশংসা করলেও আড়ালে হিংসা করেন।

জীবনে ভালো থাকতে হলে তাদের এড়িয়ে চলা ছাড়া উপায় নেই। কিন্তু কী ভাবে চিনবেন তাদের?

জেনে নিন তাদের লক্ষণগুলি-

১। লক্ষ রাখুন, কেউ আপনাকে অনুকরণ করছেন কি না। গোপনে ঈর্ষান্বিত ব্যক্তিদের এটা প্রাথমিক লক্ষণ।

২। খেয়াল রাখবেন, কেউ অযথা আপনার স্তুতি করছেন কিনা। বেশি চাটুবাক্য প্রকাশ করা মানুষের মনে কিন্তু গোপন ঈর্ষার বসবাস করে।

৩। কেউ যদি আপনার কোনো সাফল্যকে ছোট করে দেখে তাহলে বুঝবেন যে তিনি আপনার প্রতি ঈর্ষাকাতর।

৪। সর্বদা আপনার খুঁত ধরেন, এমন লোক থেকে সাবধান। এরা কিন্তু আপনার প্রতি গোপনে হিংসার জাল বুনে চলেছেন।

৫। খেয়াল রাখবেন, আপনার পিছনে কেউ কোনো গুজব রটাচ্ছে কি না। যদি রটে, তা হলে সেই গুজবের উৎসদাতাকে খুঁজে বের করুন। জানবেন, তিনি কোনো গোপন ঈর্ষা থেকেই এ কাণ্ড ঘটাচ্ছেন।

৬। কেউ কি আপনাকে অজাচিত উপদেশ দিচ্ছেন? এমন ক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তির গোপন ঈর্ষাকারী হওয়ার সম্ভাবনাই বেশি।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Veet