ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

যুক্তরাজ্য যুবলীগের আলোচনা সভা

খালেদ আহমেদ শাহিন, লন্ডন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
যুক্তরাজ্য যুবলীগের আলোচনা সভা

লন্ডন (যুক্তরাজ্য): আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পূর্ব লন্ডনের ডেল সেন্টারে ‘জেগে উঠলো দেশ, ঘুরে দাঁড়ালো প্রজন্ম’ স্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।



সংগঠনের যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফখরুল ইসলাম মধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলামিস্ট ও সাংবাদিক আব্দুল গাফফার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নইম উদ্দিন রিয়াজ, মারুফ আহমেদ চৌধুরী, উপ-দপ্তর সম্পাদক খসরু জামান খসরু।

সংগঠনের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য সেলিম আহমেদ খানের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি মো. ফিরোজ, আজমল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল আহমেদ খান, দেলোয়ার হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মো. বাবুল খান, মাহমুদ আলী, আবুল লেইস, লিলু মিয়া তালুকদার, দিলাল আহমেদ, লন্ডন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুহেব আফজাল, যুক্তরাজ্য মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আঞ্জুমান আরা আঞ্জু, যুক্তরাজ্য যুবলীগের দপ্তর সম্পাদক আসাবুর রহমান জীবন, প্রচার সম্পাদক মো. আয়াছ, সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম মহসিন, প্রবাস বিষয়ক সম্পাদক মো. দুলাল আহমেদ, সহ-প্রবাস বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম মিয়া তালুকদার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক ফয়সাল হোসেন সুমন, সহসভাপতি জুবায়ের হোসেন সেলিম, শাহ মিনার আলী, আমজাদ হোসেন সানি, যুগ্ম-সাধারণ সম্পাদক এনামুল হক, হাফিজুর রাহমান সুমন, আমিনুল ইসলাম কাবিদ, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমেদ শাহিন, শাহিন উদ্দিন তফাদার, শিমুল চৌধুরী, দপ্তর সম্পাদক কাজী মিজানুর রাহমান, সদস্য আনোয়ার খান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমেদ, যুক্তরাজ্য প্রজন্ম লীগের সভাপতি মো. গোলাম ফারুক, সাধারণ সম্পাদক খালেদ আহমেদ জয়, কর্নেল যুবলীগের সাধারণ সম্পাদক মিল্লাত হোসেন, যুক্তরাজ্য যুব মহিলা লীগের সভানেত্রী ইয়াসমিন সুলতানা পলিন, সাধারণ সম্পাদিকা সাজিয়া সুলতানা স্নিগ্ধা, প্রচার সম্পাদক মিনা বড়ুয়া, যুবলীগ নেতা শিলু চৌধুরী, যুক্তরাজ্য ছাত্রলীগের সহসভাপতি সুহেব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল কামাল জুয়েল, শাহ্ ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মো. শিহাব উদ্দিন, পরিবেশ বিষয়ক সম্পাদক মাহবুবুর রশিদ নিপু প্রমুখ।   


সভায় আব্দুল গাফফার চৌধুরী বলেন, ৭৫ পরবর্তী জিয়াউর রহমান যেভাবে হত্যাকাণ্ড ও দুর্নীতির মধ্য দিয়ে ক্ষমতায় বসেছিলো, একইভাবে তারেক রহমান ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা করে। এতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী নিহত হয়। এখনও সে আন্দোলনের নাম করে দেশে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও ধ্বংসাত্মক কার্যকলাপে লিপ্ত।

‘তারেক রহমান বঙ্গবন্ধুকে নিয়ে যেসব কথা বলেছে, এতে স্পষ্ট প্রমাণিত হয় অল্পবিদ্যা ভয়ঙ্করী। তার নেতৃত্ব দেবার মতো কোনো যোগ্যতাই তার নেই। ’

বাংলোদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ