ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

টানা ২য় জয় রুশনারার, জয়ী রুপাও

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মে ৮, ২০১৫
টানা ২য় জয় রুশনারার, জয়ী রুপাও রুশনারা আলি ও রূপা হক

লন্ডন: যুক্তরাজ্যের ৫৬তম জাতীয় নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হলেন রুশনারা আলি এবং আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। তারা দুজনই লেবার পার্টির প্রার্থী।



বেথনেল গ্রিন ও বো থেকে দলের পক্ষে ৩২ হাজার ৮শ’ ৮৭ ভোটে জয় পেয়েছেন রুশনারা আলি। তার পক্ষে ভোট পড়েছে ৬১ শতাংশ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ম্যাথিউ স্মিথ পেয়েছেন ৮ হাজার ৭০ ভোট।

অন্যদিকে, লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটনের প্রার্থী রূপা হক জয় পেয়েছেন।   ২২ হাজার ৭শ ভোট পেয়ে নির্বাচিত রূপা তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টোরি দলীয় প্রার্থীর চেয়ে প্রায় এক হাজার ভোট বেশি পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মে ০৮, ২০১৫
একেএ

** টানা দ্বিতীয়বারের মতো বিজয়ী রুশনারা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ