ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী

সৈয়দ আনাস পাশা, লন্ডন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী হাউস অব কমন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লন্ডন:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে হাউস অব কমন্সে পৌঁছেছেন।

সোমবার বিকেল সাড়ে চারটায় হাউস অব কমন্সে পৌঁছানোর পর স্পিকার জন বারকো তাকে স্বাগত জানান।



পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে রিসিপশন দেয়।

অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের চেয়ার সরকার দলীয় এমপি আন মেইন এই রিসিপশনের আয়োজন করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপিসহ সরকার ও বিরোধী দলের অন্যান্য এমপি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলানিউজকে জানিয়েছিলেন বিকেল সাড়ে চারটায় এই রিসিপশন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানানোর পর সবাই মিলে ফটোসেশনে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০০৩৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৫
এবি/

** ব্রিটিশ পার্লামেন্টে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ