লন্ডন: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল থাকায় আনন্দ সমাবেশ করেছেন ব্রিটেন প্রবাসী বাঙ্গালিরা।
বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হয়ে আনন্দ সমাবেশের মাধ্যমে সন্তোষ প্রকাশ করেন গণ জাগরণ মঞ্চ ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী
সমবেতরা এসময় মিষ্টি ও খেজুর মুখে তুলে দিয়ে একে অপরের সঙ্গে রায় উদযাপন করেন।
শহীদ মিনারে আনন্দ সমাবেশ শেষে স্থানীয় মন্টিফিউরি সেন্টারে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক সাহিত্যিক আব্দুল গাফফার চৌধুরী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন।
আব্দুল গাফফার চৌধুরী রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ভয়ঙ্কর এই পরিবার সাম্প্রদায়িকতা ও প্রগতি বিরোধী শক্তির প্রতীক। সাধারণ মানুষের রক্তে রঞ্জিত সালাউদ্দিন কাদের চৌধুরীর হাত।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শেখ হাসিনা প্রমাণ করেছেন একমাত্র বঙ্গবন্ধুর রক্তই পারে সাকাদের মতো ভয়ঙ্কর প্রভাবশালী মানবতা বিরোধীদের শেকড় ধরে টান দিতে।
ডঃ আনোয়ার হোসেনও কৃতজ্ঞতা জানান শেখ হাসিনার প্রতি। তার মতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস ও দুরদর্শী নেতৃত্বের কারনেই সম্ভব হয়েছে যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকর করা।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
কেএইচ