ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

লন্ডনে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা বিষয়ক সেমিনার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
লন্ডনে বাংলাদেশের প্রকৌশল শিক্ষা বিষয়ক সেমিনার

লন্ডন: লন্ডনে ‘বাংলাদেশে প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষা: সম্ভাবনা ও সীমাবদ্ধতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) পূর্বলন্ডনের অট্রিয়াম হলে যুক্তরাজ্য বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ এ সেমিনারের আয়োজন করে।



সভা পরিচালনা করেন প্রকৌশলী সুশান্ত দাস গুপ্ত। এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।

কায়কোবাদ বলেন, বাংলাদেশের উন্নয়নে শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর দাবিও জানান তিনি।

প্রশ্নপত্র ফাঁস নিয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে সিলগালা প্রশ্নের অবসান ঘটিয়ে ডিজিটাল প্রশ্নপত্র করা উচিৎ।

প্রকৌশলী সমিরুজ্জামান সমীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মোহাম্মদ শরীফ, সহ সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান সুদীপ চক্রবর্তী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক আখতার হোসেন সানু মিয়া, প্রকৌশলী প্রফেসর ড. সোহেল রহমান, প্রকৌশলী দায়েম উল্লাহ, প্রকৌশলী মো. আব্দুস সবুর, চিকিৎসক ফেরদৌস আহমেদ ফয়সল প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৪৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ