লন্ডন: নর্থইষ্ট ইংল্যান্ডের ডার্লিংটনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘বিজয়ের মহানায়ক’র ৮ম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে নর্থইষ্ট আওয়ামী লীগের উদ্যোগে ডার্লিংটনের ‘বেঙ্গল হ্যারিটেজ’ এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (প্রেস) নাদীম কাদির।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধুর জীবন দর্শন ও চেতনা যদি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়া যায় তাহলে পথ হারাবে না বাংলাদেশ। এই চেতনা বাংলাদেশের রক্ষাকবচ।
প্রজন্মান্তরে বঙ্গবন্ধুরে আদর্শ পৌঁছে দিতে সবাইকে নিজের দায়িত্ববোধ থেকেই এগিয়ে যাওয়া উচিত বলে মনে করেন নাদীম কাদির।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ দুলালের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রামাণ্যচিত্রের পরিচালক মঈনুল হোসেন মুকুল এবং স্ক্রিপ্ট রাইটার সৈয়দ আনাস পাশা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সৈয়দ লতিফ, আয়াস করিম, সেলিম আহমেদ, নির্যাস মিয়া, সৈয়দ, হিলাল সাইফ প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটেন শহীদ সন্তান নাদীম কাদির।
বাংলাদেশ সময়: ০৫৫৬ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৫
এমএ