লন্ডন: ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার হচ্ছেন অ্যালিসন ব্লেক।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের জানুয়ারিতে বর্তমান হাইকমিশনার রবার্ট গিবসনের স্থলাভিষিক্ত হবেন ১৯৮৯ সালে ব্রিটিশ সিভিল সার্ভিসে যোগ দেওয়া অ্যালিসন ব্লেক।
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনকে অন্য একটি কূটনৈতিক দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন হাইকমিশনার অ্যালিসন ব্লেক এর আগে ইসলামাবাদে ডেপুটি হাইকমিশনার, ক্যাবিনেট অফিসের ডিফেন্স অ্যান্ড ওভারসিজ সেক্রেটারিয়েটের ডেপুটি ডিরেক্টর ও ওয়াশিংটনের ব্রিটিশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার স্বামী কর্নেল (অব.) পিটার এ হ্যানরি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।
এদিকে, গত সাড়ে চার বছর ধরে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রবার্ট গিবসন। ঢাকায় দায়িত্ব পালনরত কূটনীতিকদের মধ্যে তিনিই সবচেয়ে পুরনো। এ কারণে রীতি অনুযায়ী তিনি কূটনৈতিক কোরের ডিনের মর্যাদা ভোগ করছেন।
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
টিআই