লন্ডন: দেশের স্বার্থে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির সামগ্রিক স্বার্থে রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজন।
রোববার( ১ নভেম্বর) যুক্তরাজ্য জাতীয় পার্টি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রওশন বলেন, এই ইউরোপে ২০০ বছরের যুদ্ধের ইতিহাস রয়েছে। ২০০ বছর একে অন্যের মধ্যে হানাহানি বিবাদ ছিলো। আজকে উন্নয়নের স্বার্থে সব বিবাদ ভুলে গিয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে। তারা যদি পারে আমরা কেন পারবো না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লন্ডন মহানগর জাতীয় পার্টির সভাপতি শামসুল হক ও পরিচালনায় ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ সভাপতি অ্যাডভোকেট এবাদ হোসেইন।
রওশন আরও বলেন, কোনো কারণ ছাড়াই সরকারের বিরোধীতা করলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। সংসদে গিয়ে একমাত্র জাতীয় পার্টি দুইটি বাজেট পাস করেছে। অতীতে যারা ছিলো তারা অনেকেই ষড়যন্ত্রে ছিলো, দেশের উন্নয়নে বিরোধী দল হিসেবে তাদের কোনো ভূমিকা ছিলো না।
অনুষ্ঠানে জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও যুক্তরাজ্য জাতীয় পার্টির কো অডিনেটর সেলিম উদ্দিন এমপিকেও সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার শামীম পাটওয়ারি, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পিকার রাজীব আহমদ, জাতীয় পার্টির নেতা সাজ্জাদুর রহমান পাভেল, উপদেষ্টা আনোয়ার হুসেন, জাতীয় ছাত্র সমাজের সভাপতি খন্দকার ফিরোজ আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
পিসি