লন্ডন: কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যাকারীদের বিচারের দাবিতে লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) লন্ডন সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে শহীদ মিনার চত্বরে এ সমাবেশের আয়োজন করে ফ্রেন্ডস হেলপিং সোসাইটি (এফএইচএস)।
সমাবেশে আইনজীবী,সাংবাদিক,কমিউনিটি নেতৃবৃন্দ সহ কমিউনিটির বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
আয়োজক সংগঠনের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, চ্যানেল আইয়ের নিউজ প্রেজেন্টার সাইদুল ইসলামের পরিচালনায় মানববন্ধন পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিরাজুল বাসিত চৌধুরী কামরান,আতাউল্লাহ ফারুক,অলিউর রহমান,আব্দুল বাছিত বাদশাহ,আজিজুল আম্বিয়া, মুনজের আহমদ চৌধুরী,তাসনিম অলিদ,সোহেল আহমদ,ড্যানিয়েল আহমদ,শাহ মুমিনুর রহমান এমেল,সিরাজ ইবনে মালিক,শাহ এমি হোসেন,রেজাউল করিম মৃধা,নাদের আহমদ,মিজানুর রহমান রোমান,শাহরিয়ার পরাগ,জাহাঙ্গীর হোসেন,সাইফুর রহমান পারভেজ,নুরুল আম্বিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
বিএস