লন্ডন: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৭তম জন্মদিনকে সামনে রেখে শুক্রবার (১৩ মে) পূর্ব লন্ডনের ব্রার্ডি আর্টস সেন্টারে ‘কে দুরন্ত বাজাও’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নজরুল পরিষদের আয়োজনে সাজিয়া আফরিন ও মিনহাজ খানের যৌথ পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে যুক্তরাজ্যের নামকরা শিল্পীরা নজরুল সংগীতের বাণী ও সুরের মুর্ছনায় দর্শকদের বিমোহিত করে তোলেন।
পাশাপাশি শিল্পীদের নৃত্যের ঝংকারও মাতিয়ে তোলে সবাইকে। নৃত্য পরিবেশনায় ছিলেন অদিতি রায়, শ্রীপর্ণা দেব সরকার।
নজরুলের কবিতা আবৃত্তি করেন সুমনা ভট্টাচারিয়া, স্মৃতি আজাদ, ঊর্মি মাজহার, সমর সাহা।
অনুষ্ঠানে আগতরা বলেন, বিংশ শতাব্দীর বাঙালি মননে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। একাধারে কবি, সাহিত্যিক, সংগীতজ্ঞ, সাংবাদিক, সম্পাদক, রাজনীতিবিদ এবং সৈনিক হিসেবে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে নজরুল সর্বদাই ছিলেন সোচ্চার। তার কবিতা ও গানে এই মনোভাবই প্রতিফলিত হয়েছে।
পুরো অনুষ্ঠানে সংগীত শিল্পীদের গান পরিবেশনের সময় বাদ্যযন্ত্রে ছিলেন বালুজি শ্রীভাস্তাব, অমিত দে, সাগর, কৃশ রবি।
অনুষ্ঠানের সাউন্ডে ছিলেন মিলন ও আলোকজ্জায় ছিলেন মিঠু আজাদ।
সার্বিক পরিবেশনা, পরিকল্পনা এবং পরিচালনায় ছিলেন সাদিয়া আফরোজ চৌধুরী।
পৃষ্ঠপোষকতায় ছিলেন আলম অ্যান্ড কোংয়ের ড. মোহাম্মদ নুরুল আলাম।
বিপুল সংখ্যক নজরুল ভক্ত ও দর্শকদের উপস্থিতিতে অন্যরকম আবহ সৃষ্টি হয়েছিল অনুষ্ঠানে।
বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, মে ১৫, ২০১৬
আইএ