লন্ডন: ব্রিটেনকে ‘বহু সাংস্কৃতিক স্পন্দনশীল মানুষের একটি দেশ’ উল্লেখ করে মুসলিম সম্প্রদায়ের প্রতি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
স্থানীয় সময় রোববার (১১ সেপ্টেম্বর) ১০ নয় ডাউনিং স্ট্রিট থেকে বাংলানিউজে পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় থেরেসা মে বলেন, ‘ব্রিটেনসহ বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি জানি এ সময়ে পরিবার ও বন্ধুবান্ধব এক হয়ে সব মুসলমান মিলিত হবেন প্রার্থনায়, ভোজন পর্বে। উপভোগ করবেন সুস্বাদু সব খাবার। ’
‘আজকের এ দিনে বিশ্বের প্রতিটি প্রান্তের মুসলিম সম্প্রদায় মিলিত হবেন একই বিশ্বাসে। ব্রিটেন বহু সাংস্কৃতিক স্পন্দনশীল মানুষের একটি দেশ, এ জন্য আমি গর্ব অনুভব করি। ’
তিনি বলেন, বিট্রেনের মানুষ বিভিন্নভাবে একে অন্যের সঙ্গে সংযোগ রেখে আমাদের জাতীয় জীবন সমৃদ্ধ করে চলেছেন। ঐক্যের উদ্দীপনা বিনিময়ের এ সময়ে আমি গর্বের সঙ্গে বিষয়টি মনে করতে চাই। ’
‘আমি দেখেছি রাজনীতিতে ব্রিটিশ মুসলমানদের নতুনত্ব তৈরির চেষ্টা, দেখেছি মাল্টি মিলিয়ন পাউন্ডের ব্যবসা পরিচালনায় তাদের উদ্যম। ‘ বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
মুসুল্লিদের দানশীলতার প্রশংসা করে থেরেসা মে বলেন, ‘মুক্তহস্তে দানের উদ্যম দেখে আমি বুঝতে পারি অসহায়ের প্রতি ব্রিটিশ মুসলমানদের সমবেদনা ও সহানুভূতি। অভিন্ন ইতিহাস, পারিবারিক সম্পর্ক ও অন্যের কষ্টে ব্যথিত হওয়ার মতো মনোভাবও বিশ্ব জুড়ে মানুষের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে। ’
সিরিয়া ও ইরাক পরিস্থিতি উল্লেখ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দুই বিলিয়ন পাউন্ডেরও বেশি কন্ট্রিভিউশন এই দুই অঞ্চলের সংকট মোকাবেলায় ভূমিকা রাখছে। সংকট মোকাবেলায় এ ভূমিকা আমরা অব্যাহত রাখতে চাই। '
সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে থেরেসা মে বলেন, ব্রিটেনসহ বিশ্বের মুসলমানদের জন্যে শান্তিপূর্ণ ও আনন্দময় ঈদ কামনা করছি আমি।
বাংলাদেশ সময়: ০০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
এমএ/