ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

‘বৈশ্বিক ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে কমনওয়েলথ’

সৈয়দ আনাস পাশা, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
‘বৈশ্বিক ঐক্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে কমনওয়েলথ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চরমপন্থা মোকাবেলা, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমনওয়েলথ বৈশ্বিক ঐক্য তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা আইনজীবী ড. কামাল হোসেন।

লন্ডন: চরমপন্থা মোকাবেলা, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় কমনওয়েলথ বৈশ্বিক ঐক্য তৈরিতে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা আইনজীবী ড. কামাল হোসেন।

স্থানীয় সময় ২৪ নভেম্বর (বৃহস্পতিবার) লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ে সংস্থাটির মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ডের সঙ্গে সাক্ষাতকালে এ কথা বলেন তিনি।

পরে বৈঠক সূত্র বাংলানিউজকে নিশ্চিত করেছে।
 
সাক্ষাৎকালে চরমপন্থা, অন্যায়-অবিচার, জলবায়ু পরিবর্তন ও তরুণ প্রজন্মের ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে কথা বলেন ড. কামাল।

কমনওয়েলথ মহাসচিব হিসেবে পেট্রিসিয়া স্কটল্যান্ডের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, ন্যায়বিচার, শিক্ষা, অধিকার ও মূল্যবোধের স্বীকৃতির মতো সার্বজনীন বিষয়গুলো নিশ্চিত করতে সমন্বয়কের ভূমিকা রাখার অনন্য সুযোগ রয়েছে কমনওয়েলথের।

‘যারা নতুন কিছু করতে চায়, সেই তরুণ প্রজন্মের জন্য এ বিষয়গুলো নিশ্চিত করতে হবে। কারণ তাদের ভবিষ্যত এখন ঝুঁকিতে,’ বলেও মন্তব্য ড. কামাল হোসেন।

তিনি বলেন, ৫২টি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত কমনওয়েলথের নেতৃত্বে দুই মিলিয়নেরও বেশি মানুষ ঐক্যবদ্ধ হতে প্রস্তুত রয়েছে। যারা অসহনশীলতা ও চরমপন্থা মোকাবেলা করবে।

নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেনের নেতৃত্বে ‘রেসপেক্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং’ বিষয়ক কমনওয়েলথ কমিশনের একজন সদস্য ড. কামাল হোসেন।

তিনি কমনওয়েলথ প্রতিবেদন ‘সিভিল পাথস টু পিস’ প্রতিবেদনেরও একজন সহরচিয়তা।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ