ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

লন্ডন

জার্মানির বনে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জার্মানির বনে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান সংগীত পরিবেশন করছেন শিল্পী কনা ইসলাম, ছবি: বাংলানিউজ

ঢাকা: জার্মানির বন শহরে বাংলাদেশ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) জার্মানির সাংস্কৃতিক সংগঠক শরিফুল ইসলামের উদ্যোগে বাংলাদেশ কমিউনিটির এ অনুষ্ঠানের আয়েজন করে।

এ অনুষ্ঠানে প্রধান শিল্পী ছিলেন কনা ইসলাম।

তিনি দেশাত্মবোধক, আধুনিক গানের মাধ্যমে প্রবাসে দেশজ সংগীত ও সংস্কৃতির সমৃদ্ধ ঐতিহ্য শ্রোতাদের সামনে তুলে ধরেন।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সংগীত প্রিয় দর্শক স্রোতাদের একের পর এক অনুরোধে দীর্ঘক্ষণ গান পরিবেশন করেন নিপিল, মুনিম, কলোনের বাউল শিল্পীগোষ্ঠি ও স্থানীয় শিশু শিল্পীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন, কলোনসহ জার্মানের বিভিন্ন শহরের বাংলাদেশিরা এবং জার্মান ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সংগীতপ্রেমীরা।

এছাড়া আরো উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন জার্মান শাখার সভাপতি ইউনুস আলী খান, উপদেষ্টা মাহবুবুল হক, সহ-সভাপতি  বদরুল ইসলাম, কামাল চৌধুরী ও সেলিম।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৭
এমপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

লন্ডন এর সর্বশেষ